বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে : পলক মৃত্যু গুজবের মধ্যেই শাজাহান-আমুর পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী পান্না কথা একটাই, আইন অনুযায়ী চলেন: ডিসিদের আইন উপদেষ্টা আ. লীগের কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, জানালেন আসিফ মাহমুদ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই অভ্যুত্থান যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব ও বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক কমিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা ও প্রকল্প বাস্তবায়নের দাবিতে পদযাত্রা চলছে উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন নির্বাচনে যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে : তারেক রহমান
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করে উইন্ডিজের বিশাল জয়

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করে উইন্ডিজের বিশাল জয়

স্বদেশ ডেস্ক:

ছেলেদের ক্রিকেটে রানের যত ছড়াছড়ি, সেই তুলনায় মেয়েদের ক্রিকেটে রান কম হয়। বাংলাদেশ সময় আজ ভোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নারীরা যখন ২০১ রানের পাহাড় গড়ল, তখনই ম্যাচের ফলাফল মোটামুটি ঠিক হয়ে যায়। পরাজয়ের ব্যবধান কত হয়, সেটিই ছিল কৌতুহলের বিষয়।

নিগার সুলতান জ্যোতির দল হারল বড় ব্যবধানেই। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামে ৯ উইকেটে ৯৫ রান করে। হার ১০৬ রানের। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ক্যারিবিয়ানরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোনো দল ২০০ রান ছাড়াল। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে সর্বোচ্চ ১৮৯ রান করেছিল অস্ট্রেলিয়া, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে এত বড় হারও বাংলাদেশের জন্য এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। এর চেয়ে বড় ব্যবধানে আর একবারই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। ২০২২ সালে নিউজিল্যান্ডের কাছে ১৩২ রানে হারে বাংলাদেশ।

সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিন। ৩৬ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬৩ রান করেন জোসেফ। আরেক ওপেনার ও অধিনায়ক হেইলি ম্যাথিউসের ব্যাট থেকে ১৮ বলে আসে ২৭ রান। আর আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ ২০ বলে ৪৯ রান করার পথে মারেন ৫টি ছক্কা। ১২ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে দলকে দুই শ ছাড়াতে সাহায্য করেন সাবিকা গাজনাবি।

বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ করতে পারে ৯ উইকেটে ৯৫ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার। আগামী শনিবার সকালে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877