সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

ট্রাম্পের বৈদেশিক সাহায্য বাতিলের নির্বাহী আদেশ স্থগিত

ট্রাম্পের বৈদেশিক সাহায্য বাতিলের নির্বাহী আদেশ স্থগিত

স্বদেশ ডেস্ক:

একজন মার্কিন বিচারক ফেডারেল প্রোগ্রামের জন্য তহবিল বন্ধ করার নির্দেশনা সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টায় ট্রাম্পের ওই আদেশ কার্যকর হওয়ার হওয়ার কথা ছিল।

তার আগেই এই স্থগিতাদেশ জারি করা হয়। খবর আল জাজিরা

 

ডিস্ট্রিক্ট বিচারক লোরেন এল. আলিখানের জারি করা এই স্বল্পমেয়াদী স্থগিতাদেশের ফলে মার্কিন প্রশাসন ফেডারেল প্রোগ্রামগুলোর তহবিল বন্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।

স্থগিতাদেশে আলিখান বলেছেন, তার সামনে এই বিষয়টি উত্থাপনের পর স্থিতাবস্থা বজায় রাখার স্বার্থেই এই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।  বিচার বিভাগের একজন আইনজীবীর কাছে জিজ্ঞাসা করে তিনি জেনেছেন, কোন কোন প্রোগ্রামগুলো ট্রাম্পের স্থগিতাদেশের আওতায় পড়বে সরকার তা এখনো জানে না।

আলিখান আশা করছেন যে তিনি আগামী সপ্তাহের শুরুতে এর উপর একটি দীর্ঘমেয়াদী স্থগিতাদেশ দেওয়া বিবেচনা করবেন।

সমালোচকরা আগেই সতর্ক করেছিলেন, ট্রাম্পের এই আদেশটি বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস এবং দুর্যোগ সহায়তা প্রকল্পগুলোকে বিঘ্নিত করতে পারে।

কিন্তু ট্রাম্পের কর্মকর্তাদের যুক্তি ছিল, ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে বৈচিত্র্য-সমতা এবং অন্তর্ভুক্তি (ডিইআই) প্রোগ্রামের মত যে সকল প্রোগ্রামগুলো  বন্ধ করতে চান তার জন্য এই স্থগিতাদেশটি প্রয়োজন।

ফেডারেল বাজেটের আওতাভুক্ত অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট একটি নোটে জানিয়েছে, ট্রাম্পের স্থগিতাদেশটিতে ‘বিদেশি সাহায্যের জন্য’ এবং ‘নন-গভর্নমেন্টাল সংস্থার’ জন্য দেওয়া অর্থ বরাদ্দও অন্তর্ভুক্ত ছিল।

হোয়াইট হাউস বলেছে, এই আদেশ সামাজিক নিরাপত্তা এবং মেডিকেয়ার পেমেন্ট বা সরাসরি ব্যক্তিদের দেওয়া সহায়তাকে প্রভাবিত করবে না। যার মানে হলো দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা প্রকল্পগুলি এই মুহূর্তে প্রভাবিত হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877