স্বদেশ ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে যাচ্ছেন এ ফুটবল জাদুকর। ৬ জুলাই কোপা আমেরিকায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণীর জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন বার্সেলোনার ৩২ বছরের এ তারকা ফরওয়ার্ড। পরে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ হন মেসি। তার অভিযোগ ছিল- স্বাগতিক ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার পরিকল্পনা করে রেখেছে কনমেবল। নিষেধাজ্ঞার কারণে আলবিসেলেস্তের চারটি ম্যাচ মিস করেন মেসি। সৌদি আরবে ১৫ নভেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। ১৮ নভেম্বর তারা খেলবে উরুগুয়ের বিপক্ষে।
আর্জেন্টিনা দল: গোলরক্ষক: হুয়ান মুসো, আগুস্তিন মার্চেসিন, এমিলিয়ানো মার্তিনেস ও এস্তেবান আন্দ্রাদা। ডিফেন্ডার: হুয়ান ফইথ, রেনসো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেস্সেইয়া, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, ওয়াল্তার কান্নেমান, নেহুয়েন পেরেস ও গুইদো রদ্রিগেস। মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস, রদ্রিগো দে পল, মার্কোস আকুনা, রবের্তো পেরেইরা ও লুকাস ওকামপোস। ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গনজালেস, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেস ও পাওলো দিবালা।