রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ বুধবার এক চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক কুম্ভ মেলা এলাকায় থাকা এক চিকিৎসক এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অন্যান্যরা চিকিৎসাধীন।’

দুর্ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা গেছে উদ্ধারকারী দলগুলোকে।

আজ বুধবার কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিন। যেখানে লাখ লাখ মানুষ গঙ্গা ও যমুনা নদীর মিলনস্থলে পাপ মোচনের জন্য স্নানে যায়।

স্থানীয় সরকারি কর্মকর্তা অঙ্কশা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে ।

প্রসঙ্গত, ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে এ রকম ঘটনার রেকর্ড আগেও ছিল কুম্ভ মেলায়।

২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।

১৯৫৪ সালে কুম্ভ মেলা চলাকালে পদপিষ্ট বা ডুবে চার শতাধিক লোকের মৃত্যু হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877