স্বদেশ ডেস্ক;
ভেনেজুয়েলায় তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন নিকোলাস মাদুরো।গতকাল শুক্রবার ন্যাশনাল অ্যাসেম্বলি কক্ষে তিনি শপথগ্রহণ করেন। তবে বিরোধীরা একে ‘ক্যু’ বলে আখ্যা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এর আগে এই শপথ অনুষ্ঠান পার্লামেন্টের বড় হলে হতো। কিন্তু এবার ছোট রুমে হওয়ায় ভিন্ন এক বার্তা দিচ্ছে।
দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত দাবি করেছে যে মাদুরো গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন তবে তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করে নাই।
সরকার তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী ষড়যন্ত্র করার জন্য বিরোধী দলকে অভিযুক্ত করেছে এবং বলছে তারা বিরোধীদলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গোন্জালেজ নির্বাসন থেকে দেশে ফিরে আসলে তাকে তারা গ্রেপ্তার করবে। সরকার এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিরোধী দলীয় সদস্য ও সক্রিয়বাদীদের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের আগেই গ্রেপ্তার করেছে।
বিরোধী দল বলছে ৭৫ বছর বয়সী গোন্জালেজ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হন। তারা প্রমাণ স্বরূপ নিজেদের ভোটের হিসাব প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশর সরকারের সমর্থন পেয়েছেন। যুক্তরাষ্ট্র মনে করে গোন্জালেজই হচ্ছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট।