রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

স্বদেশ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গৃহবধূর নাম ময়না খাতুন (৩০)। তিনি উপজেলার আমবাড়ি গ্রামের জাকির হোসেনের স্ত্রী ও পীরগঞ্জ উপজেলা সদরের আবদুল কাদেরের মেয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ ও হরিপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে জাকির হোসেন তাঁর স্ত্রীকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ময়নাকে মৃত ঘোষণা করেন। এরপর স্ত্রীর লাশ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে পালিয়ে যান স্বামী জাকির। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ওই গৃহবধূর বড় ভাই আশরাফুল আলী বলেন, ২০০৪ সালে ময়নার সঙ্গে জাকিরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই জাকির মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক সেবনের প্রতিবাদ করায় প্রায়ই ময়নাকে মারধর করতেন জাকির। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিসও হয়েছে। কিছুদিন আগে জাকির দ্বিতীয় বিয়ে করেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ নিয়ে জাকির ও ময়নার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির মারধর করলে ময়না অচেতন হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায়ই আজ সকালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জাকির।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুল হালিম প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে ময়না খাতুন নামের ওই গৃহবধূকে তাঁর স্বামী হাসপাতালে আনেন। পরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর গলায় দাগ ছিল। অনেকক্ষণ অপেক্ষা করেও কাউকে না পেয়ে থানায় খবর দেওয়া হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ময়নার লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়নার বড় ভাই থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877