যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নিম্নকক্ষের বাগ্যুদ্ধ বেঁধেছে। স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত দেখতে চান না, বরং তিনি তাকে কারাগারে দেখতে চান।
এর বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন, পেলোসি অত্যন্ত ‘নোংরা, প্রতিহিংসাপরায়ণ ও জঘন্য ব্যক্তি’। খবর সিএনএনের। হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার পেলোসি ডেমোক্র্যাট দলের সিনেটরদের রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পকে নিয়ে ওই কথা বলেছিলেন। ট্রাম্পের এ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এর আগে বলেছিলেন, তিনি অত্যন্ত বিভক্ত অভিশংসন প্রক্রিয়ার জন্য প্রস্তুত নন। তবে তিনি আগামী বছরে ভোটের মাধ্যমে ট্রাম্পের পরাজয় দেখতে চান।
মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভের কমিটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের অভিশংসনের বিষয়টি ওঠে। বিচার বিভাগীয় চেয়ারম্যান জেরি ন্যাডলারের সঙ্গে অভিশংসন তদন্ত শুরু হবে কিনা তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন পেলোসি। মঙ্গলবারের বৈঠকে পেলোসি বলেন, ‘আমি তাকে অভিশংসিত দেখতে চাই না, আমি তাকে কারাগারে দেখতে চাই।’
বৈঠকের সূত্র জানিয়েছে, পেলোসি চান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প যেন হেরে যান এবং এর পরই তার বিরুদ্ধে আনা অভিযোগের যেন বিচার শুরু হয়। ফ্রান্সে সফরকালে পেলোসির মন্তব্য নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, ‘আমি আসলে মনে করি না তিনি মোটেও বিচক্ষণ কোনো ব্যক্তি। আমি তার সঙ্গে ভালো আচরণ করতে চেষ্টা করেছি। কারণ আমি কিছু চুক্তি করতে চেয়েছিলাম। কিন্তু তিনি চুক্তি করতে সক্ষম কোনো ব্যক্তিই নন।’
পেলোসিকে ‘নার্ভাস ন্যান্সি’ বলেও অভিহিত করেন ট্রাম্প। ট্রাম্প ও তার নির্বাচনী প্রচার শিবিরের বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন ডেমোক্র্যাট দলের নেতারা। অভিযোগ তদন্তের পর বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার যে প্রতিবেদন দিয়েছেন, তাতে প্রত্যক্ষভাবে ট্রাম্প ও তার প্রচার শিবিরের রুশ সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করা হয়নি।