বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

ছুটি শেষে ঢাকামুখী লাখো মানুষ

ছুটি শেষে ঢাকামুখী লাখো মানুষ

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ শনিবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ছিল মানুষের উপচে পড়া ভিড়।

আগামীকাল রোববার থেকে অফিস-আদালত খুলবে। তাই কর্মস্থলে যোগ দিতে আজ থেকে সবাই ফিরতে শুরু করেছে। উত্তরবঙ্গ থেকে ফিরতে টাঙ্গাইল থেকে গাজীপুর পর্যন্ত কিছুটা বেগ পোহাতে হয়েছে ঢাকামুখী মানুষদের।

ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে চলে যাওয়ায় বেশ কয়েকদিন ঢাকা মহানগরী ছিল ফাঁকা। তবে, লোকজন ফিরলেও এক সপ্তাহের আগে স্বাভাবিক চাঞ্চল্য ফিরবে না রাজধানীতে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

যাত্রীর চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে। যতদিন অতিরিক্ত ভিড় থাকবে ততদিন পর্যন্ত ট্রেনের বিশেষ সেবা চলবে বলে জানিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877