সশস্ত্র বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।তবে তিনি কোথায় আছেন তা নিয়ে কিছু জানা যাচ্ছে না। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছেন আসাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আজ রবিবার ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ। তবে দামেস্ক ছাড়লেও তিনি কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসাদ প্রেসিডেন্ট পদ পদত্যাগ করেছেন। সিরিয়ায় সংঘর্ষরত সবপক্ষের সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তবে আসাদ এখন কোথায় আছে সে সম্পর্কে কিছু জানায়নি রাশিয়া।
রুশ মন্ত্রণালয় আরও জানায়, ‘বাশার আসাদ ও সিরিয়ার যুদ্ধরত পক্ষগুলোর কথার ওপর ভিত্তি করেই আসাদ নিজে পদত্যাগের সিদ্ধান্ত নেয় এবং দেশ ছেড়ে চলে যায়। ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের ব্যাপারেও নির্দেশনা দিয়ে গেছেন তিনি।’
তবে রাশিয়া এই আলোচনায় অংশ নেয়নি বলেও জানিয়েছে তারা।