বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন

ইসরাইলের বিরুদ্ধে জয় ঘোষণা হিজবুল্লাহর

ইসরাইলের বিরুদ্ধে জয় ঘোষণা হিজবুল্লাহর

স্বদেশ ডেস্ক:

লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি মেনে নেয়াকে বিজয় অর্জন বলে মন্তব্য করেছে হিজবুল্লাহ।

বুধবার হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে চুক্তি কার্যকর হওয়ার পর সংগঠনটি প্রথম বিবৃতিতে এ মন্তব্য করে।

হিজবুল্লাহ বলছে, তারা ইসরাইলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তাদের যোদ্ধারা প্রস্তুত রয়েছে।

ইরান-সমর্থিত সংগঠনটি আরো বলেছে, ‘ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লা’র কাছ থেকে আমাদের বিজয় এসেছে।’

সরাসরি যুদ্ধবিরতির শর্তাবলীর উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলি শত্রুর উচ্চাকাঙ্ক্ষা এবং তার আক্রমণের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে।

ইসরাইল ২৩ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায়। গাজা যুদ্ধের জন্য এক বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লার সাথে আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের পর স্থল অভিযান চালায় ইসরাইল।

দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যাসহ সংঘর্ষের সময় ইসরাইল হিজবুল্লাহকে প্রচণ্ড আঘাত করে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপন করার প্রচেষ্টা, হিজবুল্লাহর আন্তঃসীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।

এতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা আগ্রাসনের শেষ দিন পর্যন্ত ইসরাইলকে লক্ষ্যবস্তু করে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরাইল-সংলগ্ন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এর সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877