স্বদেশ ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফল জানা যাবে। ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT Roll No লিখে ১৬২৪২-এ এসএমএস করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.sust.edu থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
ভর্তি কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হতে পারে বলে সাংবাদিকদের জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।