রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

দিল্লির বাতাস ‘বিষাক্ত’ : বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন

দিল্লির বাতাস ‘বিষাক্ত’ : বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তনের আবেদন

স্পোর্টস ডেস্ক:

আগামী রোববার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টি২০ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ সিরিজ। কিন্তু দীপাবলির পর ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির আবহাওয়া। আর সে কারণেই বেশ কয়েকজন পরিবেশবিদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে একটি খোলা চিঠি লিখে দাবি জানিয়েছেন, দিল্লি থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ার।

সেখানে তারা দাবি জানিয়েছেন, ক্রিকেটারদের শরীরের কথা ভেবে এখান থেকে খেলা সরিয়ে নিয়ে যাওয়া উচিৎ। পরিবেশবিদদের দাবি, এই আবহাওয়ায় তিন-চার ঘণ্টা খেললে খেলোয়াড়দের শরীরের ওপর প্রভাব পড়বে। পরিবেশবিদ জ্যোতি পাণ্ডে ও রবীনা রাজ কোহলি সেই খোলা চিঠিতে লেখেন, ‘‘৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলবে ভারত। যখন বায়ু দূষণের পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছে যাবে।”

তারা লেখেন, ‘‘এই পরিস্থিতিতে আমরা আবেদন জানাচ্ছি প্রথম টি২০ ম্যাচটি অন্য কোনো ভেন্যুতে দিল্লির বাইরে নিয়ে যাওয়া হোক। এই আবহাওয়ায় ৩-৪ ঘণ্টা খেলা পরবর্তী সময়ে ক্রিকেটারদের শরীরের উপর খারাপ প্রভাব ফেলবে।”

ইডেনেই হবে দিন-রাতের টেস্ট, বাংলাদেশের বিরুদ্ধে নয়া ইতিহাস গড়বে ভারত

জ্যোতি পাণ্ডে ও রবীনা রাজ কোহলি কাজ করেন ‘কেয়ার ফর এয়ার’ ও মাই রাইট টু ব্রিথ’ সংস্থায়। যে সংস্থাগুলো বায়ু দূষণের বিরুদ্ধে কাজ করে।

তাঁরা তাঁদের খোলা চিঠিতে লেখেন, ‘‘আমরা অনুরোধ জানাতে চাই, আন্তর্জাতিক ও ডোমেস্টিক ম্যাচের ভ্যেনু ঠিক করার আগে সেই শহরের এয়ার কোয়ালিটি সেই সময় কেমন থাকবে তা আগে থেকে জেনে নওয়াটা দরকার।”

২০১৭-র ডিসেম্বর চূড়ান্ত খারাপ আবহাওয়ার জন্য দিল্লিতে সমস্যার মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচে প্লেয়ারদের মাস্ক পরও ফিল্ডিং করতে দেখা গিয়েছিল।

বাংলাদেশের বিরুদ্ধে ভারত তিনটি টি২০ ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ হওয়ার কথা দিল্লিতে। এর পর রয়েছে দুটি টেস্ট ম্যাচ। ১৪ নভেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
সূত্র : এনডিটিভি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877