স্বদেশ ডেস্ক:
মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া খাড়াকান্দি এলাকায় হিরু মাতুব্বর (৩৫) নামের এক রাজমিস্ত্রী হত্যার প্রধান আসামি ড. শাহাদাত হোসেন নামের এক বিএনপি নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৩৫ আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।
হত্যাকাণ্ডের প্রায় ৯ দিন পর গত বুধবার রাতে শাহাদাতকে রাজধানীর খিলখেত থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার শিবচর থানায় তাকে হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা ড. মো. শাহাদাত হোসেনের সমর্থক। গত ১১ নভেম্বর দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ৬ জন। এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই দিন রাতে শিবচর থানায় নিহতের বাবা এসকেন্দার মাতুব্বর বাদী হয়ে মামলা করেন। এতে ৬৫ জনকে এজাহারভুক্ত ও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোকতার হোসেন জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।’