বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা

আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা

স্বদেশ ডেস্ক:

আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছে দেশটির আদালত। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও আদানির গ্রেফতারির দাবি জানিয়েছেন।

আদালতের অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের এমপিদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২২০০ কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগর, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনওসহ সাতজন এই মামলায় অভিযুক্ত।

আদালত আরো অভিযোগ করেছে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের এমপিদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। প্রকল্পটির ঠিকাদারি পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভ পেতো গোষ্ঠীটি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এমপিদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেয়ার প্রস্তাবের পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দেয়ারও অভিযোগ রয়েছে আদানি ও অন্যদের বিরুদ্ধে। তাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। অংকটা প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ওই মিথ্যাচারের জোরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে তিন বিলিয়ন ডলার লগ্নি পেয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877