স্বদেশ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়নের সাংসদ প্রতিনিধিদলের সফরের মাঝেই জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা৷ পুলওয়ামায় আক্রান্ত হল টহলদারি সেনা কনভয়৷ জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, এদিন দুপুরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার দ্রাবগামে ভারতীয় সেনার টহলদারি বাহিনীকে নিশানা করে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় সন্ত্রাসবাদীরা৷ জবাবে পালটা গুলি ছোড়ে সেনাও৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ এদিনই দুই দিনের সফরে শ্রীনগরে পৌঁছেছে ইউরোপিয়ান ইউনিয়নের এমপিদের ২৩ সদস্যদের প্রতিনিধিদল৷ গোড়ায় মোট ২৭ জন এমপি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সফরে আসবেন ঠিক হলেও শেষ পর্যন্ত চার জন সদস্য সফরকারী দল থেকে নাম প্রত্যাহার করে নিজের দেশে ফিরে গিয়েছেন৷ সফরে এমপিদের উপত্যকা এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য পরিবেশন করবেন সরকারি আধিকারিকরা৷ এ ছাড়া, জনসাধারণের একাংশের সঙ্গেও তাঁরা সরাসরি কথা বলবেন বলে জানা গিয়েছে৷ এই নিয়ে চলতি মাসে উপত্যকায় বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলা হল৷ গত ২৬ অক্টোবর শ্রীনগরের করণ নগর এলাকায় হাসপাতালের বাইরে একটি চেকপয়েন্টে সন্ত্রাসবাদীরা গ্রেনেড ছুড়লে আহত হন নিরাপত্তাবাহিনীর ছয় জওয়ান৷ তার আগে, ২৪ অক্টোবর শোপিয়ান জেলায় দুই ট্রাকচালককে গুলি করে খুন করে সন্ত্রাসবাদীরা৷ ঘটনায় আহত হন আরও এক ট্রাকচালক৷ তার এক সপ্তাহ আগে পঞ্জাবের এক আপেল ব্যবসায়ীকে শোপিয়ানে গুলি করে হত্যা করা হয়৷ এই জেলাতেই গত ১৪ অক্টোবর সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় রাজস্থানের এক ট্রাকচালকের৷