শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় পার্টির নেতাদেরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয় পার্টির নেতাদেরকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্বদেশ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্পর্কে জাতীয় পার্টির (জাপা) নেতাদের দেওয়া বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ রবিবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদ জেলা শাখার সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব বলেন, ‘সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ সম্পর্কে অত্যন্ত বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেওয়া হয়েছে। ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল এ জাতীয় পার্টি। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে জাতীয় পার্টি হয়তো সেটিকে দুর্বলতা ভাবছে। তারা কটূক্তি করার জন্য ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে শুধু রংপুর না, সারাদেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে যে কোণঠাসা হয়ে পড়েছে, সেই অবস্থা আড়াল করতেই দলটির নেতারা সর্বোচ্চ নোংরামি করছেন। জাতীয় পার্টি স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সব সময় বৈধতা দিয়ে এসেছে। তাই ৫ আগস্ট সৃষ্টিতে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের মতোই দায়ী। জাতীয় পার্টি পুরোনো দল এবং নেতাদের বয়স হয়েছে। তাই বর্তমান প্রজন্মের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে জাতীয় পার্টির রাজনীতি করা উচিত।’

আগামী ৮ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের অন্য নেতারা।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টির জেলা ও মহানগর শাখার নেতাকর্মী। ওই কর্মসূচিতে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বক্তব্য দেন। ওই বক্তব্যে নুরুল হক ও গণঅধিকার পরিষদ সম্পর্কে কটূক্তি করার অভিযোগ ওঠে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877