মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

লেবানন থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছেন আরও ৬৫ প্রবাসী

লেবানন থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরছেন আরও ৬৫ প্রবাসী

স্বদেশ ডেস্ক:

চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে দ্বিতীয় দফায় ঢাকায় ফিরবেন আরও ৬৫ জন প্রবাসী। তৃতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

বুধবার সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

লেবানন থেকে তারা প্রথমে জেদ্দায় পৌঁছাবেন। জেদ্দা থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন এই প্রবাসীরা।

 

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় ফিরছেন ৬৫ জন বাংলাদেশি।

প্রথম ধাপে ২১ অক্টোবর বৈরুত থেকে দেশে ফেরত আসেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তৃতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আরো ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস (বৈধ কাগজ) রয়েছে, ১৬২৩ জন আনডকুমেন্টেড (অবৈধ)। আইওএম ২০০জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে।

অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877