বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

‘কারও জীবন নষ্ট করবেন না’

‘কারও জীবন নষ্ট করবেন না’

স্বদেশ ডেস্ক:

কিছুদিন আগেই নির্মম নির্যাতনের শিকার হন এক গৃহকর্মী। সেই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। নির্যাতনকারীর শাস্তির দাবি করেছেন অনেকেই। এবার বিষয়টি নিয়ে কথা বললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর মতে, এটা জঘন্য অপরাধ।

নির্যাতিতা সেই গৃহকর্মীর ছবি ফেসবুকে পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিটি গত কয়েকদিন ধরে এতবার দেখেছি যে, এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

তিনি আরও লিখেছেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে। তবে মনে রাখবেন, সবকিছুই সত্য নয় যা আপনি অনলাইনে দেখেন। মানুষজন নিজেদের নিয়ে বড় বড় কথা লিখে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি, কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী।’

সবশেষে মেহজাবীন লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877