বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

হঠাৎ যে কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান

হঠাৎ যে কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান

স্বদেশ ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877