স্বদেশ ডেস্ক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত কয়েক মাস ধরেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের কুররাম জেলায়সুন্নি ও শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সহিংস রূপ নিচ্ছে৷
কুররাম একসময় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল৷ এই অঞ্চলটিতে সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক বছরে শত শত মানুষ নিহত হয়েছেন৷
সংবামাধ্যমর প্রতিবেদন থেকে জানা যায়। শনিবার সুন্নিদের একটি দল আধাসামরিক সেনাসদস্যদের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করছিলেন। তখন তারা আক্রমণের শিকার হন।
পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার পুলিশ হামলার জবাবে গুলি চালালে দুই হামলাকারী নিহত হন। নিহতদের শিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা।