বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

বাফেলোতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

বাফেলোতে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশি বংশোদভুত যুবক রওনক হক রতন (২০) কৃষœাঙ্গের গুলিতে প্রাণ হরালেন। গত শনিবার ১২ অক্টোবর বিকেলে নিউইয়র্কের বাফেলো শহরের নিকটবর্তী উপশহর চেকটোওয়াগাতে নিজ বাসার কাছে ২ ব্লক দুরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রতন গাড়ি পার্ক করে ২ বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। এমন সময় কালো এক ব্যক্তি এসে রতনের গাড়ি সরাতে বলে। রতন সহ বন্ধুরা গাড়ি সরাতে অস্বীকৃতি জানায়। রতনদের বক্তব্য ছিল, আমরাতো বৈধভাবে পার্ক করেছি। গাড়ি সরাবো কেন? বাক বিতন্ডার এক পর্যায়ে কৃষœাঙ্গ ব্যক্তি বন্দুক বের করে রতনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় রতনকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হত্যাকারিকে বাফেলো পুলিশ রোববার পর্যন্ত গ্রেফতার করতে পারে নি।

রতনের জন্ম নিউইয়র্ক সিটির জামাইকায়। বাবা মায়ের সাথে কয়েক বছর আগেই বাফেলো শহরে তারা মুভ করেছে। ২ ভাই ও এক ভাইয়ের মধ্যে রতন দ্বিতীয়। স্থানীয় কলেজের ২য় বর্ষের ছাত্র। বাবার নাম আতাউর লিটন। তাদের দেশের বাড়ি বগুড়ার শিবগঞ্জে।

রতনের নামাজে জানাজা সোমবার বিকেলে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী নাজমুল হোসাইন। তাকে বাফেলো হারলেম সিমিটারিতে দাফন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877