স্বদেশ ডেস্ক:
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের এবং সংবাদমাধ্যমের অনেকের নাম এসেছে বলে জানিয়েছেন মামলার নিয়োজিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের একটি হোটেলে সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শিশির মনির এ কথা বলেন।
মামলার তদন্ত চলার কারণে অভিযুক্তদের নাম জানা থাকা সত্ত্বেও এখনই প্রকাশ করছেন না জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, ‘শুধুমাত্র সরকারের দায়িত্বে ছিলেন তা নয়, সরকারের পাশে থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এসেছে। আপাতত তদন্ত চলা অবস্থায় সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলায় আইনগত বাধা আছে, তাই আমি বলছি না। তবে ইন্ডিকেশন আছে, ইশারাই যথেষ্ট আমার মনে হয়। সেজন্য নামগুলো আসলে এখন আর অসুবিধা হবে না। বেশ কয়েকটা রিপোর্ট আছে, রিপোর্টগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল মিটিং আছে, সেই মিটিংয়ে হয়তো আরেকটু ক্লিয়ার হওয়া যাবে।’
এই আইনজীবী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে নিহতদের শরীরে পাওয়া ডিএনএ রিপোর্টের মাধ্যমেই আসামি শনাক্ত করা সম্ভব। এ ঘটনায় জড়িত অনেক মিডিয়া প্রতিষ্ঠানের ব্যক্তিসহ অনেকের নামই এসেছে। সেগুলোও বিশ্লেষণ করা হচ্ছে।যেহেতু এখন সরকার আন্তরিক ও মামলা তদন্তে কোনো বাধা নেই, তাই এ মামলায় দ্রুত তদন্ত কাজ শেষ হবে। যারাই জড়িত, তাদের নামই তদন্তে আসবে।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ, আমির তোফায়েল আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলায় বাদীপক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়।