স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্ভবত জীবিত আছেন এবং গাজার কোনো সুড়ঙ্গে বসবাস করছেন। হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক বুধবার বিকেলে রাব্বিদের সাথে হাই হলিডেস কলে এই তথ্য প্রকাশ করেন।
ম্যাকগার্ক বলেন, ‘ইয়াহিয়া সিনওয়ার এখনো সিদ্ধান্ত প্রদানকারী। আমরা বিশ্বাস করি যে তিনি এখনো বেঁচে আছেন, এবং গাজার সুড়ঙ্গে বাস করছেন। তিনি পণবন্দীদের ধরে রেখেছেন এবং সম্ভবত পণবন্দীরা তার কাছাকাছিই আছেন।’
চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরাইলি মিডিয়া জানিয়েছিল যে সিনওয়ার মধ্যস্ততকারীদের সাথে যোগাযোগ আবার শুরু করেছেন।
তবে এক সিনিয়র কাতারি কূটনীতিক সম্প্রতি জেরুসালেম পোস্টকে জানিয়েছিলেন, ওই যোগাযোগ মিথ্যা। তাদের যোগাযোগ হচ্ছে হামাসের সিনিয়র নেতা রাজনৈতিক ব্যক্তিত্ব খলিল আল-হায়া।
এতে বলা হয়, মধ্যস্ততার চেষ্টা চলে হামাসের দোহা অফিসের মাধ্যমে। তিনি বলেন, দোহায় হামাসের রাজনৈতিক অফিসের প্রতিনিধিদের মাধ্যমে তা হয়ে থাকে।
কাতারের কর্মকর্তারা ইতোপূর্বে জানিয়েছিলেন, তারা বিশ্বাস করেন, সিনওয়ার চুপচাপ করার অবস্থায় যাওয়ার আগে নিজেকে পণবন্দীদের দিয়ে ঘিরে রেখেছেন।
সূত্র : জেরুসালেম পোস্ট