বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি

মণিপুরের ৩ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি

স্বদেশ ডেস্ক:

ভারতের মণিপুরের তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রাজ্যটিতে ফের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি, ২০২৩-এর ১৬৩ ধারার অধীনে এই আদেশ দেয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞামূলক আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসিন্দাদের বাসস্থানের বাইরে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এ সময় স্বাস্থ্য, বিদ্যুৎ, পিএইচইডি, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা কারফিউয়ের আওতামুক্ত থাকবেন। এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইটের যাত্রী এবং মিডিয়া কর্মীদেরও চলমান নিষেধাজ্ঞার মধ্যেও চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হলেও পরে তা ১০ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। এখন ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে তা প্রত্যাহার করা হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুড

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877