স্বদেশ ডেস্ক:
নিজ কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বৈঠক শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ছাড়াও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীসভা ও রিপোর্ট অনুবিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘যথা সময়ে সচিব সভা শুরু হয়েছে। বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সার্বিক বিষয়ের খোঁজখবর নেবেন প্রধান উপদেষ্টা।’
এছাড়া বৈঠকে সারাদেশের প্রশাসনিক কাজগুলো দ্রুত কীভাবে স্বাভাবিক ধারায় নিয়ে আসা যায় বিষয়ে পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে এসব বিষয়ে সচিবদের নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনদিন বাংলাদেশ ছিল কার্যত সরকারবিহীন। ৮ অগাস্ট নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।