স্বদেশ ডেস্ক:
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো: খুরশেদ আলম পররাষ্ট্র সচিব হিসেবে রুটিন কার্যক্রম পরিচালনা করবেন।
সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাবেক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দায়িত্ব হস্তান্তর করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।
মাসুদ বিন মোমেনকে বিদায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চলতি বছরের ডিসেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হওয়ার কথা ছিল।
বিদায় অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি