মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

কর্মবিরতিতে ঢাকা মেডিক্যালের চিকিৎসক-নার্স, অসহায় রোগীর স্বজনরা

কর্মবিরতিতে ঢাকা মেডিক্যালের চিকিৎসক-নার্স, অসহায় রোগীর স্বজনরা

স্বদেশ ডেস্ক

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আজ দুপুর সাড়ে ১২টার পর থেকে কর্মবিরতিতে চলে গেছেন। তাদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন নার্সরা। এরপর থেকে অসহায় হয়ে পড়েছেন মেডিক্যালে ভর্তি হতে আসা রোগী ও স্বজনরা।

সরেজমিনে দেখা যায়, গতকাল মাদারীপুর থেকে সেবা নিতে রোগীকে নিয়ে এসেছেন মা তারাবুন নেছা।

তিনি বলেন, জরুরিভাবে আমি আমার ছেলেকে নিয়ে আসি। কিন্তু এখনো ভর্তি করাতে পারিনি। কোনো ডাক্তার বা নার্সকে দেখিনি সকাল থেকে। এখন কি করব?

এমন পরিস্থিতিতে ঢাকা মেডিক্যলে ঘুরে দেখা যাচ্ছে, প্রতিটি কেবিন ও মেঝে অবস্থানরত রোগী ও তার স্বজনের চোখে মুখে হতাশার ছাপ। অ্যাম্বুলেন্স করে রোগী আসছে জরুরি সেবা নিতে। কিন্তু ডাক্তার না থাকায় তারা ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছে। কেউ অপেক্ষায় আছে। কেউ আশায় আছে, হয়তো কোনো সমাধান আসবে অতিদ্রুত।

এদিকে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে কমপ্লিট শাটটডাউনের ডাক দিয়েছেন চিকিসকরা।

রোববার দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান ঢামেকের নিউরো সার্জারি বিভাগের ডা. আব্দুল আহাদ।

তিনি বলেন, সারাদেশের সব হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপদ নিশ্চিতে আর্মিসহ নিরাপত্তা বাহিনীর মোতায়েন করতে হবে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তায় স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877