বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

ভারতে পালাতে ৪৫ হাজারে চুক্তি, ১১ বাংলাদেশীকে সুন্দরবনে রেখে গেল দালাল

ভারতে পালাতে ৪৫ হাজারে চুক্তি, ১১ বাংলাদেশীকে সুন্দরবনে রেখে গেল দালাল

স্বদেশ ডেস্ক

বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়! টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বন দফতরের কর্মীদের হাতে ধরা পড়েছে পাঁচ শিশুসহ ১১ জন। এদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের পেশ করা হয়।

জানা গেছে, এদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়।‌ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তারা পালানোর সিদ্ধান্ত নেন। অভিযোগ করে তারা জানিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দেশ ছাড়তে বাধ্য হন তারা। ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা।

গ্রেফতার হওয়া এক বাংলাদেশী মহিলার অভিযোগ, দালালের সাথে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু এপারে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

শেষপর্যন্ত টহলদারির সময় বন দফতরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সকলকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। তাদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

সূত্র : আজকাল

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877