শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হৃদরোগে মৃত্যু পর্যটকের…..!

হৃদরোগে মৃত্যু পর্যটকের…..!

স্বদেশ ডেস্ক: ডুয়ার্সে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পর্যটকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বুধবার সকালে। বেড়াতে গিয়ে প্রিয়জন বিয়োগের যন্ত্রণায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যে দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজো মিটতেই চলতি মাসের ১৫ তারিখ পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ভুটান বেড়াতে যান বারাসতের নোয়াপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকার। অবসরপ্রাপ্ত পুলিশকর্মী তিনি। ভুটান ঘুরে সোমবার মাদারিহাটে পৌঁছয় দশ পর্যটকের ওই দল। মঙ্গলবার রাতে জলদাপাড়ায় একটি হোটেলে ছিলেন তাঁরা। কথা ছিল কোচবিহারে পৈতৃক বাড়িতে যাওয়ার। কিন্তু তার আগেই বুধবার সকালে হোটেলে থাকাকালীনই আচমকা বুকে ব্যথা অনুভব করেন দিলীপবাবু। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও অবস্থার উন্নতি না হলে তাঁকে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় দিলীপবাবুর। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে দিলীপ বাবুর।
সফরে গিয়ে এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। পরিবারের তরফে জানানো হয়েছে, সুস্থ শরীরেই সফরে গিয়েছিলেন, কোনও সমস্যা ছিল না। আচমকা কী হল তা বুঝে উঠতে পারছেন না তাঁরাও। এখন যতদ্রুত সম্ভব দেহটি ডুয়ার্স থেকে বারাসতে ফেরানোর চেষ্টা করছেন পরিবারের সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877