স্বদেশ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানীর নিউমার্কেট থানায় আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।