স্বদেশ ডেস্ক:
বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সহজে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, অল্প সময়ের মধ্যে পুলিশকে যেভাবে লাইনে আনা হয়েছে সেটি প্রশংসার দাবিদার। তবে বর্তমান প্রশাসন সরকারকে এত তাড়াতাড়ি সফল হতে দেবে না। এ অবস্থায় ড. ইউনূস একা লিড দিতে পারবেন না, যদি না তার স্ট্রং একটা টিম থাকে।
সম্প্রতি বিভিন্ন দাবি নিয়ে করা আন্দোলনের সমালোচনা করেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি। তিনি বলেন, ‘১৫ বছর কোনো আন্দোলন করেন নাই। এখন কেন নতুন উপদেষ্টার দায়িত্ব নিতেই আন্দোলন শুরু করেছেন? ছাত্ররা সচিবালয়ে ঢুকে যাচ্ছে। এইচএসসি পরীক্ষা কেন তারা দেবে না?’
নুরুল হক নুর অভিযোগ করেন, ‘মুক্তিযুদ্ধকে ইউজ করে বিকৃত ইতিহাস তৈরি করা হয়েছে। আদালত, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে রাষ্ট্রকেই বিকৃত করে দেওয়া হয়েছিল।’