বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

বিমানের এমডি ও সিইও জাহিদুলকে ওএসডি

বিমানের এমডি ও সিইও জাহিদুলকে ওএসডি

স্বদেশ ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

জাহিদুল ইসলাম গত ২৬ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার আগে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাহিদুল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এ সরকার আসার পর প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে। এ ছাড়া গত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877