স্বদেশ ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বর্ডারের ভেতরে ঢুকে আমাদের মেরে যেতে ওরা। আর ফ্ল্যাগ মিটিং করে বলা হতো, সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি, পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আর নয়।’
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিলখানার বিজিবি সদর দফতর পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সেখানে তিনি বিজিবি হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, এ রকম একটা ফোর্সকে (বিজিবি) দানব বানানো হয়েছে। শুধু বিজিবি না, পুলিশ, র্যাব, আনসারকেও দানব বানানো হয়েছে। অথচ এগুলো কারো ব্যক্তিগত ফোর্স না। এগুলো জাতীয় ফোর্স। আমি যতদিন আছি ততদিন জাস্টিস রক্ষা করে যাব।
অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। আমার সাথে এই কয়দিন লম্বা নেগোসিয়েশন হয়েছে… ওরা বলেছে, আমরা ওই পথে যাই নাই দেখে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে… অন্যায়ভাবে বের করে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি চেষ্টা করব, বিচার পাইয়ে দেয়ার। আমরা কিছু কিছু পদক্ষেপে নিয়েছি। অ্যাকশন নেয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে, যেগুলো টপাটপ করা যায় না। সেই প্রসেসের মাঝে কাজ হচ্ছে। রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গেছে।’
এসময় আগামী বৃহস্পতিবারের মাঝে নিকটস্থ থানায় লুট হওয়া অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেন তিনি।