বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

নতুন শপথ নেয়া ২ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

নতুন শপথ নেয়া ২ উপদেষ্টার দায়িত্ব বণ্টন

স্বদেশ ডেস্ক:

রোববার (১১ আগস্ট) শপথ নেয়া নতুন দুই উপদেষ্টার দফতর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ দুই উপদেষ্টা এ দিনই দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে শপথ নেন।

নতুন এ দুজনের মধ্যে বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নেননি।

শুক্রবার শপথ নেয়া প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে প্রধান উপদেষ্টার অধীনে ২৭টি মন্ত্রণালয় এবং বিভাগ ছিল।‌ এখন দুই মন্ত্রণালয়ে দুজন উপদেষ্টা নিয়োগ দেয়ায় প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা কমে ২৫টি হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877