বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

মায়ের সঙ্গে দেখা করতে শিগগিরই দিল্লি যাবেন জয়

মায়ের সঙ্গে দেখা করতে শিগগিরই দিল্লি যাবেন জয়

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশে গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে অবস্থান করা সাবেক এ প্রধানমন্ত্রী সেখানে ভালো আছেন। তার সঙ্গে বোন শেখ রেহানা ছাড়াও রয়েছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তবে খুবই মন খারাপ বঙ্গবন্ধু কন্যার।

ডয়চেভেলের বাংলা বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এসব কথা জানিয়েছেন।

জয় জানান, শিগগিরই মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে যাবেন তিনি।

সজীব ওয়াজেদ বলেন, ‘পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হয়েছিল, তবে তা তখন ঘোষণা করা হয়নি।’

তিনি বলেন, ‘মা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ঐ গণভবনের দিকে মার্চ করা শুরু করলো। তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই। তোমার এখনই বেরিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। শেখ পরিবারের কোনো সদস্যরই রাজনীতিতে আসার কোনো কারণ নেই।

এই মুহূর্তে শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা রাজনীতিতে আসছেন না বলেও স্পষ্ট জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি। আমরা এখানে সেটেলড। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই। আমরা এখানে থাকতে অভ্যস্ত।’

সাক্ষাৎকারের এক পর্যায়ে জয় বলেন, ‘তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে। যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877