পুলিশ সদস্যও পুলিশের স্থাপনাতে যাতে আক্রমণ না হয়ে সেজন্য সকলকের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ অনুরোধ জানান।
আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘বাংলাদেশ পুলিশের যেসকল সদস্য জনগণ ও জীবনের জানমাল রক্ষায় যারা জীবন ও নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরা কামনা করি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পুলিশ সদস্যরা যারা আহত অবস্থায় বিভিন্নস্থানে যারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
সকলকে বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাকে যাতে আক্রমনের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে বিনীত অনুরোধ করছি। সেই সঙ্গে পুলিশের স্থাপনা ও অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে প্রেমিক সেনাবাহিনী।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের সদস্যদের ওপর উত্থাপিত বিভিন্ন সমস্য ও দাবির যৌক্তিক সমাধান করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশ পুলিশের সকাল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে নিজের নিরাপত্তা বাজয় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি সকালে সহযোগীতায় পরিস্থিত দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।