বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

শেখ হাসিনাকে আরও কিছুটা সময় দেবে ভারত: জয়শঙ্কর

শেখ হাসিনাকে আরও কিছুটা সময় দেবে ভারত: জয়শঙ্কর

স্বদেশ ডেস্ক:

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণে আরও কিছুটা সময় দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি।

গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের এই পরিস্থিতিতে নিয়ে মঙ্গলবার সকালে সর্বদলীয় জরুরি বৈঠকে বসে ভারত সরকার।

এর আগে বাংলাদেশের ঘটনাবলি নিয়ে গতকাল সোমবার রাতেই জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে। মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে আবার সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে।

বৈঠকের পর জয়শঙ্কর নিজেই বলেন, বাংলাদেশে ইতিকর্তব্য নিয়ে সবাই দৃঢ়ভাবে সরকারের সঙ্গে রয়েছেন। এ ছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি। ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877