মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

উত্তরায় সংঘর্ষ, গলিতে ঢুকে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ

উত্তরায় সংঘর্ষ, গলিতে ঢুকে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ

স্বদেশ ডেস্ক:

রাজধানীর উত্তরায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

উত্তরার ১১ নম্বর সেক্টরের বিভিন্ন গলিতে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

সেখানকার স্থানীয় বাসিন্দা কথা নাহিয়ান জানান, বিকেল ৫টার দিকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করে হেলমেটধারী কিছু ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীর বরাত এবং তাদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা করলে তারা ১১ নম্বর সেক্টরের বিভিন্ন গলিতে আশ্রয় নেয়ার চেষ্টা করে।

এ সময় আক্রমণকারীরা গলিতে সেখানে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877