শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

খুলনায় সংঘর্ষে পুলিশ নিহত

খুলনায় সংঘর্ষে পুলিশ নিহত

স্বদেশ ডেস্ক:

খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন। এ সময় আরো অন্তত ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খুলনায় গত কিছুদিনের মতো আজও ছাত্রদের বিক্ষোভে কোনো টিয়ারশেল বা গুলি চালানো হয়নি। কিন্তু একপর্যায়ে ছাত্রদের মধ্য অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের ওপর হামলা করে।’

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে মিছিল করে প্রায় তিন থেকে চার শ’ মানুষ জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও দিতে দেখা গেছে।

শহরের কয়েকটি এলাকা ঘুরে জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। জিরো পয়েন্টে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ পুলিশের ব্যারিকেড ছিল।

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

বেলা সাড়ে ৩টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877