রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে নারীর জন্য ১০০ আসন চান বদিউল আলম মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত পল্লবীতে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ‘রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই’ যে কারণে অপহরণ করা হয় আজিমপুরের সেই শিশুকে উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা
পুলিশের ব্যারিকেড ভেঙে চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

পুলিশের ব্যারিকেড ভেঙে চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

স্বদেশ ডেস্ক:

সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও বিজিবির ব্যারিকেড ভেঙে চট্টগ্রাম আদালতে প্রবেশ করেন বিক্ষুব্ধরা। আন্দোলনকারীদের সাথে যোগ দেয় বিএনপিপন্থী আইনজীবীরা। এ রিপোর্ট লিখা পর্যন্ত দোয়েল চত্বর এলাকায় স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী।

এর আগে আজ বুধবার সকাল ১১টা থেকে লালদিঘি এলাকায় আন্দোলনকারী বিক্ষোভ করে। ৩০ মিনিট সড়কে অবস্থান নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। ১১টা ৪০ মিনিটে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালতে ঢুকে পড়ে। এ সময় আন্দোলনকারীদের এগিয়ে নিতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিয়ে তাদের স্বাগত জানান। বর্তমানে চট্টগ্রাম আদালত এলাকায় বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুল ওয়ারীশ গণমাধ্যমকে বলেন, কারফিউ শিথিল হলেও সভা-সমাবেশ না করাসহ সাধারণ যে বিধি-নিষেধ, সেগুলো তো কার্যকর। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877