শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

ট্রাম্পের সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু

ট্রাম্পের সঙ্গে দেখা করলেন নেতানিয়াহু

স্বদেশ ডেস্ক:

ফ্লোরিডায় গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মার–এ–লাগো রিসোর্টে দুনেতার বৈঠক হয়।

এর আগে যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বাইডেন–হ্যারিসের সঙ্গে বৈঠকের একদিন পর নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন ট্রাম্প। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির হ্যারিস।

এই পরিস্থিতিতে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক বেশ গুরুত্ব পাচ্ছে। কেননা, ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হয়, সেটা নিশ্চিত হতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কমলা হ্যারিস প্রকাশ্যে বলেছেন, তিনি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না। বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ জানান কমলা।

এদিকে কমলার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় তার (কমলা) এমন মন্তব্য খুবই অসম্মানজনক।’

সস্ত্রীক নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার কোনো বিরোধ নেই। বরং সবসময় তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল।

এ দিকে গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য ইতালির রাজধানী রোমে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। ট্রাম্পের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এমন মন্তব্য করেন।

গাজা যুদ্ধ বন্ধে রোম আলোচনাই সর্বশেষ উদ্যোগ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ বন্ধে কাতার, মিশর ও ইসরায়েল প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে। যেখানে সিআইএর প্রধান বিল বার্নসকে পাঠানো হচ্ছে। রবিবার প্রতিনিধি দলের মধ্যে গাজা যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877