শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

জন সিনার জীবন বদলে দিয়েছিলেন শাহরুখ খান

জন সিনার জীবন বদলে দিয়েছিলেন শাহরুখ খান

স্বদেশ ডেস্ক:

গত ১২ জুলাই অনন্ত আম্বানির ৫০০০ কোটি টাকার বিয়েতে হাজির হয়েছিলেন বিশ্বের সব বাঘা বাঘা ব্যক্তিত্বরা। সে তালিকায় ছিলেন রেসলিং চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা জন সিনা।

বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিলো হলিউড অভিনেতা জন সিনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হলিউড তারকা জানান, বিয়ের অনুষ্ঠানে দেশ-বিদেশের একঝাঁক অতিথিদের সঙ্গে তার দেখা হয়েছে। তবে একজনের সঙ্গে দেখা করতে পেরে তিনি মুগ্ধ! কোনো একটা সময় যিনি তার জীবন বদলে দিয়েছিলেন। সবসময়ের জন্য সেই ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানান জন সিনা।

সেই ব্যক্তিটি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান! নেটপাড়ায় শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করে জন সিনা এমনই এক অনুভূতি জানালেন।

তিনি আরও লিখেছেন, ‘এটি একটি অনন্য এবং আশ্চর্যজনক মুহূর্ত। ২৪ ঘণ্টা অসাধারণ কেটেছে। এই সময়টাকে এখনও বিশ্বাস করতে পারছি না। আমি আম্বানি পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আথিতেয়তায় আমি মুগ্ধ। অনেক অবিস্মরণীয় মুহূর্ত দিয়ে ভরা একটি অভিজ্ঞতা। যা আমাকে অগণিত নতুন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিয়েছে। এর মধ্যে শাহরুখ খানও রয়েছেন। তাকে ব্যক্তিগতভাবে বলতে পেরেছি যে, তিনি আমার জীবনে কতটা পজিটিভ প্রভাব রেখেছেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877