বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভুল ছবির কারণে বিব্রত সিয়াম

ভুল ছবির কারণে বিব্রত সিয়াম

স্বদেশ ডেস্ক:

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর একটি ছবি। যেখানে তাদেরকে দেখা গেছে পাহাড়ি জনজাতির পোশাকে। আর এই দম্পতিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ‘পাংখোয়া’ জনগোষ্ঠীর সদস্য হিসেবে! যদিও সিয়াম-অবন্তীর পোশাকটি মূলত লুসাই সম্প্রদায়ের।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, রাঙামাটি অঞ্চলে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) সাঁটানো একটি বিলবোর্ড। যেখানে পাহাড়ি আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের পরিচিতি তুলে ধরা হয়েছে। আর সেখানে ভুল হলো- পাংখোয়া সম্প্রদায়ের বিষয়টি। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সিয়াম নিজেই।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করে অভিনেতা লিখেছেন, ‘লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তীকে নিয়ে। তাদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরে দেখেছিলাম। তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি, সবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম সেবার।’

ভুল সংশোধন করার আবেদন জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘নিউজফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম, আমার আর অবন্তীর এই ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি, কারণ এর মাধ্যমে পাংখোয়া জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীতভাবে অনুরোধ করব, অবিলম্বে আমাদের ছবিটি সরিয়ে নেওয়ার জন্য।’

এদিকে, ভাইরাল হওয়া ছবিটি নিয়ে নেটিজেনদের অনেকেই ট্রল করেছেন। ফেসবুক পোস্টে এই বিষয়টি নিয়েও কথা বলেছেন সিমাম। লিখেছেন, ‘ঘুরতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে। সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানান রকমের ট্রল হচ্ছে। ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারও এড়িয়ে যাব। কিন্তু ভাবলাম কিছু বলা উচিত।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব- পপ কালচারের অংশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কীসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে- সেই বোধ থাকাটাও জরুরি। যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এই সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।’

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তির কথা ছিল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি। এম রাহিমের পরিচালনায় এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877