বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে গ্রেপ্তারে ‘রেড অ্যালার্ট’ চেয়ে ইন্টারপোলে চিঠি উপদেষ্টা ফারুকী-বশিরকে ৩ দিনের মধ্যে সরাতে নোটিশ উপদেষ্টা ফারুকীর অপসারণ চেয়ে একাই সড়কে নামলেন মহিলা দলের নেত্রী এবার স্বর্ণের দাম ভরিতে কমলো ২৫১৯ টাকা ‘শেখ মুজিবুরের ছবি সরানো উচিত হয়নি’ প্রসঙ্গে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন রিজভী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী সাদপন্থীদের সুযোগ দিলে কঠোর কর্মসূচির হুমকি কপ-২৯ : বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের কলা খেলে কি ওজন বাড়ে? আত্মগোপনে ওবায়দুল কাদের, তাকে নিয়ে নতুন গুঞ্জন
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী ব্যানার উত্তোলন বিক্ষোভকারীদের

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী ব্যানার উত্তোলন বিক্ষোভকারীদের

স্বদেশ ডেস্ক:

বিক্ষোভকারীরা ক্যানবেরায় আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ফিলিস্তিনপন্থী ব্যানার টানিয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা ইসরাইলের যুদ্ধাপরাধের তীব্র নিন্দাও করে।

তাদের টানানো একটি ব্যানারে লেখা ছিল : ‘ফ্রম রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ (নদী থেকে সাগর, ফিলিস্তিনি হবে স্বাধীন)। এ স্লোগানটি দিয়ে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বোঝানো হয়।

আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘ছিনিয়ে নেয়া ভূমিতে কোনো শান্তি নয়, গণহত্যা চলছে ১৭৮৮ থেকে।’ উল্লেখ্য ওই বছরে অস্ট্রেলিয়াকে উপনিবেশে পরিণত করা হয়। এর মাধ্যমে আদিবাসী অস্ট্রেলিয়ান এবং ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘস্থায়ী সংহতির বিষয়টি প্রকাশ করা হয়।

আয়োজকরা জানায়, অন্তত ১০০ লোক একটি কারখানার বাইরে বিক্ষোভ করে। তারা বলছে, এই কারখানাটি হলো মেলবোর্নে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ শৃঙ্খলের অংশবিশেষ। গাজা যুদ্ধে ইসরাইলের জন্য অস্ত্র নির্মাণে ভূমিকা রাখার বিরুদ্ধে তারা এই অবস্থান গ্রহণ করে।

অস্ট্রেলিয়া পার্লামেন্ট ভবনে ব্যানার টানানোর সময় এক বিক্ষোভকারী মেগাফোন হাতে বলেন, ‘আমরা কখনো ভুলব না, আমরা কখনো ক্ষমা করব না, আমরা প্রতিরোধ চালিয়েই যাব।’

পরে বিক্ষোভকারীরা তাদের ব্যানারগুলো সরিয়ে নেয়। পুলিশ সেগুলো নিয়ে যাওয়ার আগেই বিক্ষোভকারীরা সেগুলো সরিয়ে ফেলে।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877