বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

উৎখাত হতে পারে নেতানিয়াহু সরকার : ল্যাপিড

উৎখাত হতে পারে নেতানিয়াহু সরকার : ল্যাপিড

স্বদেশ ডেস্ক:

ইসরাইলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড আশাবাদ ব্যক্ত করেছেন যে ক্ষমতাসীন নেতানিয়াহু সরকার উৎখাত হয়ে যেতে পারে। মঙ্গলবার (১৮ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ১০৩ এফএম রেডিওকে তিনি বলেন, ক্ষমতা থেকে সরিয়ে দিতে বিরোধী শক্তিগুলো একত্রিত হতে পারে।

তিনি আরো বলেন, ‘এই সরকারকে উৎখাত করা উচিত। আমি মনে করি, এই সরকারকে উৎখাতও করা সম্ভব।’

বিরোধী দলীয় এই নেতা বলেন, এখন যেহেতু গ্যান্টজ জোট ছেড়েছে, আমাদের কাছে তাই উপায় আছে। বিরোধীরা একসাথে কাজ করলে আমরা সরকারকে পতনের জন্য ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ে তুলতে পারব।’

উল্লেখ্য, গত ৯ জুন গ্যান্টজ এবং গাদি আইজেনকোট ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এর মধ্য দিয়ে তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি বড় ধরনের ধাক্কা দিতে সমর্থ হয়েছেন।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877