শুক্রবার, ২১ Jun ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

পুতিন-কিম বৈঠকের সম্ভাবনা, নজর রাখছে যুক্তরাষ্ট্র

পুতিন-কিম বৈঠকের সম্ভাবনা, নজর রাখছে যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন এর মাঝে বৈঠক হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কর্মকর্তারা জানান, চলতি মাসেই উত্তর কোরিয়া সফর করতে পারেন পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি এই এই বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন পরিপন্থী। এই বিষয়ে সিউলের উপপররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বেল এই জরুরি ফোনালাপে যুক্ত হয়েছেন।

দক্ষিণ কোরিয়াল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে এবং দুই দেশ পারস্পরিক সমঝোতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার উসকানিমূলক আচরণ ও এ অঞ্চলের অস্থিরতা বাড়াতে পারে এমন যেকোনো উদ্যোগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

পুতিনের সফরের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে ভাল সম্পর্কে গড়ে তোলার অধিকার আমাদের আছে এবং এতে কারও উদ্বেগের কারণ নেই।’

বিশ্লেষকদের মতে, পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877