বুধবার, ২৬ Jun ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্ত বন্ধ করল যুক্তরাষ্ট্র

অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্ত বন্ধ করল যুক্তরাষ্ট্র

স্বদেশ ডেস্ক:

নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন বাইডেন। অভিবাসন প্রত্য়াশীদের ঢুকতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়, মেক্সিকো সীমান্তে দৈনিক ২৫০০ হাজারের বেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হলে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর এক হাজার ৯০০ মাইলের সীমান্ত। বাইডেনের আমলে এই সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্য়ায় অনুপ্রবেশ ঘটেছে। ডিসেম্বরে দৈনিক অনুপ্রবেশের সংখ্য়া ছিল ১০ হাজার। গত কয়েকমাসে সেই সংখ্যা কমলেও অনুপ্রবেশ বন্ধ হয়নি। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে এই অনুপ্রবেশ বাইডেনের বিপক্ষে জনমত তৈরি করছে। তারপরেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো বলে রাজনৈতিক মহল মনে করছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি হওয়ায় নির্দেশনায় সই হওয়ার সঙ্গে সঙ্গেই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ, অভিবাসন প্রত্য়াশীরা মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না।

ওই নির্দেশনায় বলা হয়েছে, কেউ অনুপ্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে ডিপোর্ট করার অর্থাৎ, মেক্সিকোয় ফিরিয়ে দেওয়ার ব্য়বস্থা করতে হবে। যুক্তরাষ্ট্রে তাকে কোনোরকম ইমিউনিটি বা সুযোগ দেওয়া হবে না। সীমান্তে গ্রেপ্তারের সংখ্য়া দেড় হাজারের নিচে নামলে ফের এই অর্ডার বদল করা হবে বলে জানানো হয়েছে।

তবে অভিভাবকহীন নাবালকেরা অবশ্য় এই আইনের অন্তর্গত নয়। অর্থাৎ, তাদের জন্য় এই নিয়ম প্রযোজ্য় নয়। তবে পরিকল্পনা করে নিয়ম মেনে কেউ শরণার্থী হওয়ার আবেদন করতেই পারেন। কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করা যাবে না।

এদিন এই অর্ডারে সই করে হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করতে আজ যে সিদ্ধান্ত নিলাম, রিপাবলিকানরা আজ পর্যন্ত তা করতে পারেননি। যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877