মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২

স্বদেশ ডেস্ক:

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষাগুলোর আভাসই সত্যি হতে যাচ্ছে। প্রাথমিক গণনায় নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখন পর্যন্ত ২৯২ আসনে এগিয়ে রয়েছে। আর বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২২২ আসনে এগিয়ে রয়েছে। তবে এই ফলাফল গণনার একেবারে প্রাথমিক অবস্থা। তার মানে এই ফলাফল দিয়ে চূড়ান্ত জয়-পরাজয় নির্ধারণ করা সম্ভব নয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে আজ মঙ্গলবার সকালে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে ভারতীয় নির্বাচন কমিশন। তার আগে সাত ধাপে ভোট গ্রহণ শেষ করে ভারত।

বুথফেরত জরিপের আভাস সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গেও এগিয়েও রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পেয়েছে ১১ আসন। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সে তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877