স্বদেশ ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের বেশির ভাগই যার যার আসনে এগিয়ে আছেন। প্রথমদিকে বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাথমিক ভোট গণনায় ৬২২৩ ভোটে পিছিয়ে পড়েন। কিন্তু তার আধা ঘন্টা পরে আবার তিনি এগিয়ে যান। উত্তর প্রদেশের রায় বেরেলিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এগিয়ে আছেন। গান্ধীনগর থেকে বিজেপির প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এগিয়ে আছেন। এনডিটিভি বলছে, কান্নাজুতে এগিয়ে আছেন অখিলেশ যাদব। আমেথিতে পিছিয়ে আছেন বিজেপির স্মৃতি ইরানি। এসবই প্রাথমিক গণনার ফল। ফলে এর ওপর ভিত্তি করে বলা যায় না, শেষ পর্যন্ত কে কোন আসনে জয়ী হবেন।