স্বদেশ ডেস্ক:
প্রায়ই পুরুষ পরিচালক, অভিনেতা, প্রযোজক কিংবা অন্যান্য পুরুষের হাতে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রীরা। তবে এবার বলিউড অভিনেত্রী সানজিদা শেখ শোনালেন ভিন্ন কথা। তিনি জানালেন, নাইটক্লাবে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিলেন এক নারী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি হটারফ্লাইকে সাক্ষাৎকার দেন ‘হিরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজের অভিনেত্রী সানজিদা শেখ। নারীদের প্রতি হওয়া যৌন হেনস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার একটা ঘটনা খুব অস্পষ্টভাবে মনে আছে, কিন্তু সেটা এক নারী আমার সঙ্গে করেছিলেন। আমি একটি নাইটক্লাবে ছিলাম। নাইটক্লাবে ছিলেন ওই নারীও। আমার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ করেই আমার স্তন স্পর্শ করে, তারপর চলে যান।’
সানজিদা বলেন, ‘এই ঘটনায় আমি অবাক হয়ে যাই। এমনটাও ঘটতে পারে? আসলে বিষয়টা আমার কাছে অকল্পনীয় ছিল। আমরা শুনেছি যে পুরুষরা বহু ক্ষেত্রে নারীদের সঙ্গে খারাপ আচরণ করেন বা বলা ভালো শারীরিকভাবে হেনস্থার অভিযোগ পুরুষদের বিরুদ্ধেই দেখা যায়, কিন্তু মেয়েরাও যে এরকম করে তা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’
এ অভিনেত্রী বলেন, ‘যদি কেউ ভুল করেন সেটা ভুলই হয়। সে নারী হোক বা পুরুষ, এর সঙ্গে আসলে নারী পুরুষের কোনো সম্পর্ক নেই, যা ভুল তা ভুলই। যদি কোনো নারী আপনার সঙ্গে অন্যায় করে থাকেন তবে তাকেও বলা উচিত।’
সাক্ষাৎকারে অভিনেতা আমির আলির সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেছেন সানজিদা। ২০১২ সালে বিয়ে করেন তারা। বিয়ের আট বছর পর ২০২০ সালে বিচ্ছেদের পথে হাঁটেন আমির-সানজিদা। বর্তমানে মেয়ে আয়রা আলিকে নিয়ে আলাদা থাকেন বলে জানান।
উল্লেখ্য, সানজিদা বর্তমানে সঞ্জয় লীলা বানসালীর সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। এই সিরিজে তাকে ‘ওয়াহিদা’র চরিত্রে দেখা গেছে। তার অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকদের, প্রশংসা পাচ্ছেন সমালোচকদেরও।